
প্রকাশিত: Wed, Jan 18, 2023 4:01 PM আপডেট: Sat, May 10, 2025 9:41 PM
আওয়ামী লীগ সমর্থক বিশ^বিদ্যালয় প্রশাসন, ছাত্রদলের বিশ^বিদ্যালয় সভাপতি এবং জহির রায়হান
মাহবুব মোর্শেদ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমাদের সর্বশেষ আন্দোলন ছিল সেন্ট্রাল অডিটোরিয়ামের নামকরণ নিয়ে। অডিটোরিয়াম তৈরি হওয়ার পর থেকে আমরা চলচ্চিত্রকার জহির রায়হানের নামে এর নামকরণ করার দাবি জানাই। কিন্তু তখনকার ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমর্থক বিশ্ববিদ্যালয় প্রশাসন কিছুতেই জহির রায়হানের নামে সেন্ট্রাল অডিটোরিয়ামের নামকরণ করতে চাইছিল না। ফলে আমরা সেন্ট্রাল অডিটোরিয়ামকে প্রস্তাবিত জহির রায়হান অডিটোরিয়াম বলে ডাকতাম। একসময় আওয়ামী লীগ সরকার বিদায় নিয়ে বিএনপি ক্ষমতায় এলো। আমরা ভেবেছিলাম, বিএনপি হয়তো আমাদের দাবির ব্যাপারটি বুঝতে পারবে। কিন্তু দেখা গেলো ক্ষমতাসীন বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় সভাপতি পারভেজ মল্লিক আওয়ামী লীগের চেয়েও বড় আওয়ামী লীগার।
পারভেজ মল্লিক আমাদের আগের ব্যাচে ছিলেন। তিনি আলবেরুনী এক্সটেনশনের সামনে আমাকে পেয়ে বললেন, ছাত্রলীগ আসলে তোমাদের সাইজ করতে পারেনি। আমরা তোমাদের সাইজ করব। কয়েকদিনের মধ্যেই পারভেজ মল্লিক ছাত্রদলের মিছিল ডাকলো, অডিটোরিয়ামের নামকরণ জিয়াউর রহমানের নামে করতে হবে। আমি বললাম, আপনারা কেবল ক্ষমতায় এসেছেন। বিশ্ববিদ্যালয় কত হল, ভবন হবে। যেকোনো একটা ভবনের নাম জিয়াউর রহমানের নামে করা যেতেই পারে। কিন্তু দীর্ঘদিন ধরে আমরা যে দাবি জানিয়ে আসছি এবং আওয়ামী লীগ রাজনৈতিক কারণে যে দাবি বাস্তবায়ন করছে না সেখানে আপনি বাগড়া দিতে আসছেন কেন? পারভেজ মল্লিক আমার কোনো কথাই শুনলো না। বরং পুরো ব্যাপারটিকে একটি সংঘাতের দিকে নিয়ে গেলো। রেজিস্টার বিল্ডিংয়ের সামনে পুলিশ ও ছাত্রদলের মারমুখী অবস্থান আমাদের মোকাবেলা করতে হলো। হলে হলে ছাত্রদের পেটানো শুরু হলো। বিশ্ববিদ্যালয়ের তখনকার প্রশাসন আমাদের আন্দোলনের ভয়ে অডিটোরিয়ামের নাম জিয়াউর রহমানের নামে করেনি।
ক্ষমতায় এসেই তারা আমাদের সাথে সংঘর্ষে জড়াতে চায়নি। যদিও পারভেজ মল্লিকরা তখন সংঘর্ষে জড়াতে উদগ্রীব ছিল। বিএনপি ক্ষমতাসীন অবস্থায় অডিটরিয়ামের নামকরণ জহির রায়হানের নামে করেনি। পরে ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময় ছাত্র আন্দোলনের মুখে জহির রায়হানের নামে অডিটরিয়ামের নামকরণ করা হয়েছিল। রাজনীতি সম্পর্কে বিএনপির পারভেজ মল্লিকদের এই অজ্ঞানতার কথা আজ হঠাৎ করে জহির রায়হান প্রসঙ্গে মনে পড়ে গেলো। লেখক ও সাংবাদিক। ফেসবুক থেকে
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!

চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে

‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!

কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!

সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি

ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
